সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জুয়া খেলা, মাদক সেবনসহ এলাকায় বিশৃঙ্খল সৃষ্টির অপরাধে ৬ জনকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ । এদেরকে রবিবার রাতে উপজেলার কয়ড়া ইউনিয়নের দত্তপাড়া গ্রামের মোকবুক সরকারের বাড়ির পার্শ^বর্তী বাঁশঝাড় থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার কয়ড়া ইউনিয়নের বাঘলপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে রেজাউল করীম (৪৭) , আলম মিয়ার ছেলে ফারুক হোসেন (২৭), হাবিবুল্লার ছেলে নুরুন্নবী (৩৪), রতনদিয়ার গ্রামের হযরত আলীর ছেলে আলম মিয়া (৪০), কয়ড়া হরিশপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে শাহাদত হোসেন (৪২) ও কয়ড়া জংগলখামার গ্রামের আব্দুর রহিমের ছেলে জোবায়ের (২৫)।
সোমবার দুপুরে আদালতের মাধমে এদেরকে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠিয়েছে ।
উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক ইব্রাহিম খলিল জানান কয়ড়া দত্তপাড়া গ্রামের মোকবুল সরকারের বাড়ির পার্শ^বর্তী বাঁশঝাড় থেকে গত রবিবার মধ্যরাতে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়েছে।