সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঁদাবাজীর মামলায় উপজেলার দাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইকবাল হোসেন গ্রেপ্তার। উল্লাপাড়া মডেল থানা পুলিশ বুধবার রাতে চাঁদাবাজির মামলায় উল্লাপাড়া পৌর এলাকার শ্যামলীপাড়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে। বিভিন্ন মামলায় তাকে তিনি তিনবার গ্রেপ্তার করা হয় বলে জানা যায়। এর আগেও ইকবাল চাঁদাবাজী ও নারী নির্যাতন মামলায় দুইবার গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে একাদিক মামলা চলমান রয়েছে। তিনি নারী নির্যাতনসহ বিভিন্ন চাদাবাজীর সাথে জড়িত। তার খুটির জোড় এতটাই যে বিভিন্ন অপকর্ম করার পরেও চাকরী বহাল থাকে।
উল্লাপাড়া উপজেলা শিক্ষা অফিস থেকে জানা যায় এসব ঘটনাকে কেন্দ্র করে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় গত ২৪ জুন/২০২১ এ ইকবাল হোসেনকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
উল্লাপাড়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন জানান, সভাপতি হিসেবে শিক্ষকদের পক্ষেই কথা বলতে হয়, তবে কেউই আমরা আইনের উর্ধে নই। ইকবাল হোসেন যদি অপরাধ যোগ্য কর্মকান্ড করে থাকে সরকারী আইনানুযায়ী তার বিচার হবে ।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর জানান, ইকবাল হোসেনকে বুধবার রাতে সিরাজগঞ্জ আদালতের গ্রেপ্তারী পরোয়ানা মূলে চাঁদাবাজী মামলায় গ্রেপ্তার করা হয় । তার বিরুদ্ধে থানায় একাদিক মামলা রয়েছে । বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলে পাঠানো হয়েছে ।