সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী ম্যাচে পূর্নিমাগাতী ইউনিয়ন ৩-০ গোলে রামকৃষ্ণপুর ইউনিয়নকে হারিয়ে জয়ী হয়েছে৷ উপজেলা প্রশাসনের আয়োজনে বিকেলে এনায়েতপুর গুচ্ছগ্রাম খেলার মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোঃ উজ্জল হোসেন। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদির রুমি,সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ । উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রীড়াবিদ এস এম জাহিদুজ্জামান কাকন খেলা পরিচালনা করেন ৷ দ্বিতীয় ম্যাচের খেলায় দুর্গানগর ইউনিয়ন বমাম উল্লাপাড়া পৌরসভা খেলায় দুর্গানগর ইউনিয়ন এক গোলে জয়ী হয়েছে ৷ উপজেলার ইউনিয়নগুলোর মধ্যে প্রতিযোগিতায় প্রতিদিন দুটি করে খেলা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।