নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় আজ অবৈধভাবে সয়াবিন তেল মজুদ করায় দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানকালে জব্দকৃত দুইহাজার ৩৫০ লিটার বোতলজাত তেল ভোক্তাদের মাঝে খুচরা মূল্যে বিক্রি করা হয়।
আজ শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার চৌমুহনী বাজারের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. কাউছার মিয়া।
সহকারি পরিচালক মো. কাউছার মিয়া জানান, চৌমুহনীর কালিতলা রোড এবং ডিবি রোড এলাকার এন এস ট্রেডার্স ও নিউ ভাই ভাই স্টোরে অভিযান চালানো হয়।এ সময় দু’টি প্রতিষ্ঠান থেকে মোট দুইহাজার ৩৫০ লিটার মজুদকৃত বোতলজাত সয়াবিন তেল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় এন এস ট্রেডার্সকে ৫০ হাজার টাকা ও নিউ ভাই ভাই স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বাজারের সাধারণ ক্রেতাদের কাছে খুচরা মূল্যে বোতলের তেল বিক্রি করা হয়।
এসময় বেগমগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।