সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এশিয়ান টিভি ১০ বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দশ পেরিয়ে এগারোতে পদার্পন সবার সাথে এশিয়ান টেলিভিশন এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকাল ১২ টায় ফুট পার্ক রেস্টুরেন্টে উল্লাপাড়া প্রতিনিধি আল-আমিন এর আয়োজনে উল্লাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল বাতেন হিরুর সভাপতিত্বে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: উজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান টিভি সিরাজগঞ্জ স্টাফ রিপোর্টার জিন্নাহ ফারুক , সাংবাদিক এ আর জাহাঙ্গীর , সাহারুল হক সাচ্চু , কল্যান ভৌমিক, রিয়াজুল ইসলাম সবুজ, সাহেব আলী , আল মাহমুদ, ময়নুল হোসাইন , আনিছুর রহমান লিটন, আমিনুল ইসলাম , আলমগীর হোসান প্রমুখ।