• আপডেট টাইম : 18/05/2023 11:54 AM
  • 26 বার পঠিত

বলিউডে প্রেমের খবর বাতাসের আগে ছড়ায়। আর সেই প্রেমিক জুটি যদি করণ জোহরের ঘনিষ্ঠ হন তাহলেতো কথাই নেই। ‘কফি উইথ করণ’-এ আগেই এই প্রেমের আভাস পাওয়া যায়। এমনি আভাস দিয়েছিল বলিউডের দুই তারকা আদিত্য আর অনন্যাকে নিয়ে। আর তাই সত্য হয়ে ধরা দিয়েছে মাঝরাতে রাস্তায় ছুপা রুস্তম এই জুটির ক্ষেত্রে। সম্প্রতি ডিনার ডেটে গিয়ে ফটোসাংবাদিকদের ক্যমেড়ায় ধরা পড়েছে আদিত্য আর অনন্যা।
দি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রাতে মুম্বাইতে আদিত্য আর অনন্যাকে দেখা গেয়েছে ডিনার ডেটে। এসময় আদিত্য পরেছিলেন কালো শার্ট আর কালো ট্রাউজার, সঙ্গে অনন্যার নীল বডিকন ড্রেস।
জানা যায় বান্দ্রার এক চাইনিজ রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় ফটোসাংবাদিকদের মুখোমুখি হন অনন্যা আর আদিত্য। এর আগেও একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে এই দুজনকে। অর্থাৎ বলা যায় প্রেমটা বেশ ভালোই হচ্ছে।
তবে গুঞ্জন যাই হোক একে-অপরকে নিয়ে একটা কথা না বলে কিন্তু একসঙ্গে ঘোরাফেরা করেই যাচ্ছেন দুজন। এর আগেও ফিফা ওয়ার্ল্ডকাপের ফাইনাল দেখতেও উড়ে গিয়েছিলেন একসঙ্গে। হাউজ পার্টিও করেছেন অনেকবার একত্রে।
এর আগে স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ এর নায়িকা অনন্যার সঙ্গে সম্পর্ক ছিল শাহিদ কাপুরের ভাই ইশান খট্টরের। এমনকী শাহিদদের পারিবারিক অনুষ্ঠানেও বেশ কয়েকবার দেখা গিয়েছিল অনন্যাকে। তবে সেই প্রেম বছরখানেকের বেশি টেকেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা...